মজিবুর রহমান, কেন্দুয়া থেকে :
নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের বারবার মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “মোহাম্মদ আলী খান শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত একজন নির্ভীক সৈনিক। তাঁর ত্যাগ, সততা আর নিষ্ঠায় সান্দিকোনায় যে বিএনপির শক্ত ভিত গড়ে উঠেছিল—তা আজো আমাদের অনুপ্রেরণা দেয়। তাঁর শূন্যতা আমরা আজও পূরণ করতে পারিনি।”
তিনি গতকাল বুধবার বিকেলে সান্দিকোনা ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রয়াত মোহাম্মদ আলীর ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা হিলালী আরও বলেন, “আওয়ামী লীগ যখন দমন-পীড়নের রাজনীতি শুরু করেছিল, তখন মোহাম্মদ আলী বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি কখনও আপস করেননি, মাথা নত করেননি। তাঁর মৃত্যু ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তাঁকে নির্মমভাবে হত্যা করে তারা ভেবেছিল, সান্দিকোনাকে আজীবন ত্রাসের রাজত্বে রাখবে। কিন্তু প্রকৃতি কাউকে ছাড় দেয় না। আজ তারা কোথায়? ইতিহাস তাদের বিচার করেছে, করছে, এবং করবে। তিনি মোহাম্মদ আলীসহ সান্দিকোনা ইউনিয়নের সকল প্রয়াত নেতাকর্মীর মাগফেরাত কামনা করেন।”
আবেগপ্রবণ হিলালী আরও বলেন, “আজকের তরুণ প্রজন্ম যদি মোহাম্মদ আলীর জীবন থেকে শিক্ষা নেয়, তাহলে গণতন্ত্রের পথ আরও মজবুত হবে। তাঁর আদর্শই আমাদের পথ দেখায়, তাঁর আত্মত্যাগ আমাদের এগিয়ে যেতে শেখায়।”
তিনি আরও বলেন, বছর শেষে আসছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে যেকোনো ষড়যন্ত্রে মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী, সাধারণ সম্পাদক এড. বাবুল রফিক,কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া,
কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া উপজেলা কৃষক দলের সভাপতি ও প্রয়াত মোহাম্মদ আলীর পুত্র মাহাবুবুর রহমান খান মহসিন, বিএনপি নেতা মোসলেম আহমেদ, শাহীন আলম সাকি, জসিম উদ্দিন আহমেদ, শাহীন,পৌর সচিব সাইফুল ইসলাম শান্তি,সান্দিকোনা ইউনিয়ন যুবদল নেতা হাবুল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ভূঁইয়া,সান্দিকোনা ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী হাসান রবিসহ আরও অনেকেই।
সঞ্চালনায় ছিলেন সান্দিকোনা ইউনিয়ন যুবদল নেতা মাজহারুল ইসলাম হলুদ।
শেষে প্রয়াত মোহাম্মদ আলীসহ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর, ইউনিয়ন ও উপজেলার প্রয়াত বিএনপি নেতৃবৃন্দের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তার পরিবারবর্গের সুস্বাস্থ্য কামনা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ, সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন মোহাম্মদ আলী খান। ২০১৪ সালে ২৫ জুন রাতে বাড়ি সামনে একদল দুষ্কৃতিকারী তাকে নির্মম কুপিয়ে হত্যা করে।