মোহনগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল -২০২৫ সোমবার মোহনগঞ্জ উপজেলার ভ্যানু নির্ধারণ করা হয় মোহনগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন।
অন্যান্যদের মধ্যে পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজবাহ উদ্দিন, প্রধান শিক্ষক আছহাব উদ্দিন খোকন, আব্দুল হালিম, মোঃ শাহজাদা ওসমানী, মোঃ ফারুক তালুকদার, কাজী নেসার, মোঃ শাহজাহান আলম বিপ্লব, আল মামুনসহ প্রধান শিক্ষক-শিক্ষিকা ও সহকারি শিক্ষক-শিক্ষিকা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
৩০ টি স্কুলের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ সকলের হাতে পুরস্কার তোলে দেন।