পূর্বধলা প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জালশুকা রাজারে ঋষি সম্প্রদায়ের ওপর হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, জেলা বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা থেকে ধানের শীষের সাবেক মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।
শনিবার (১৪ জুন) সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন ও পাশে থাকার আশ্বাস দেন।
আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি সব সময়ই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে, তারা যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীর স্থান জেলখানায়, বিএনপিতে নয়।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল। এখানে কোনো অশান্তি সৃষ্টিকারীর স্থান নেই।”
এ সময় তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন এবং পরবর্তী সময়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
আলহাজ্ব আবু তাহের তালুকদারের এ পরিদর্শনকালে পূর্বধলা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জুন বিশকাকুনী ইউনিয়নের জালশুকা রাজারে স্থানীয় আওয়ামী লীগের একাংশের কর্মীরা ঋষি সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদের ঘটনা ঘটায় বলে অভিযোগ ওঠে। এতে ওই সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।