নিজস্ব প্রতিনিধিঃ
পূর্বধলার বৈরাটি ইউনিয়নে মাথাং বাজার থেকে সহেলাপাড়া গ্রাম পর্যন্ত চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের মাধ্যমে জনসেবামূলক কাজে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয় ইউনিয়ন শাখার উদ্যোগ এবং এলাকাবাসীর সহযোগিতায় এই সংস্কারকাজ সম্প্রতি সম্পন্ন হয়।
সোমবার (১৪ জুলাই) দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী থাকা এ সড়কটি সংস্কারের ফলে জনদুর্ভোগ লাঘব হয়েছে এবং এলাকার মানুষের চলাচলে স্বস্তি ফিরে এসেছে। এর আগে রাস্তাটি নিচু থাকায় সবসময় বৃষ্টির পানি জমে থাকতো। তাই ইটের খোয়া ও বালু দিয়ে উচু করা হয়েছে।
সড়ক সংস্কারকাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা। বৈরাটি ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যাপক মাছুম মোস্তফা বলেন— “জনগণের চাহিদার প্রতি সম্মান জানিয়ে আমরা সব সময় মানুষের পাশে থাকতে চাই। রাস্তা-ঘাট মেরামত হোক বা সামাজিক সমস্যা সমাধান—জনস্বার্থে কাজ করাই আমাদের নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ, আগামী দিনগুলোতে এমন জনকল্যাণমূলক উদ্যোগ আরও জোরদার হবে।”
স্থানীয় বাসিন্দারা জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন পর এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রেখেছে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃত্ব। তারা অধ্যাপক মাছুম মোস্তফার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা নিয়মিত জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে চলেছে। স্থানীয় উন্নয়ন ও মানবিক সহায়তায় সংগঠনটির এমন ভূমিকা ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।