মুহা. জহিরুল ইসলাম অসীম :
নেত্রকোণার মোক্তারপাড়া ব্রীজ সংলগ্ন স্থানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ জুলাই সোমবার এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।
উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা শিক্ষা অফিসার (অতি:দা:) স্বপ্না রানী সরকার, এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এম. মনিরুজ্জামান দুদু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী, এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। বক্তারা বলেন, “এই স্মৃতিস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়— এটি গণতন্ত্রের জন্য মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং একটি উন্নত, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।