পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোণার পূর্বধলায় কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষিচর্চা নিশ্চিত করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে বুধবার (০২ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এনটার প্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
অনুষ্ঠানে উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির, পার্টনার প্রোগ্রামের ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাউদ্দিন কায়সার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জোবায়ের হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আখতার, কৃষক সাজ্জাতুল নিলয়, কৃষাণী হাসনা হেনা প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, পার্টনার প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো কৃষকদের প্রযুক্তিগত সহায়তা প্রদান, উন্নত চাষাবাদ পদ্ধতি প্রবর্তন এবং কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণের মাধ্যমে কৃষি খাতের উন্নয়ন ঘটানো।