আশিকুর রহমান জিয়াদ:
১৯ জুলাই ২০২৫ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশ সফল করতে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৪ জুলাই ২০২৫ ইং তারিখ বিকাল ৩টায় পূর্বধলা উপজেলার জয়নাল আবেদীন কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক কার নয়ন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির মাওলানা সাদেক আহমদ হারিছ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা এবং জেলা বায়তুলমাল সেক্রেটারি জনাব নিজাম উদ্দিন।
বক্তারা জাতীয় মহাসমাবেশে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাত দফা দাবির পক্ষে জনমত গড়ে তুলতে দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।