নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে ।
বুধবার বিকেল সাড়ে ৩ টায় নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র প্রদান করেন৷
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট সুখময় সরকার, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মনিরুজ্জামান দুদু, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।