কেন্দুয়া প্রতিনিধিঃ জুলাই যুদ্ধ দিবসকে কেন্দ্র করে শহীদ আবু সাঈদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মো. সুমন আহম্মেদ (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ কেন্দুয়া থানা পুলিশ।
শুক্রবার (২৭ জুন) বিকেলে সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রাম থেকে আটক করে আজ শনিবার মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
তার বিরুদ্ধে কেন্দুয়া থানার এসআই রেজাউল বাদী হয়ে “সাইবার সুরক্ষা আইনে” মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে সুমন আহম্মেদ নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শহীদ আবু সাঈদের ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন। পোস্টটিতে তিনটি শব্দ ব্যবহার করা হয়, যার মধ্যে একটি ছিল কুরুচিপূর্ণ ও অপমানজনক। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের ও প্রশাসনের নজরে আসে। পরে তাকে সান্দিকোনা এলাকা থেকে পাকড়াউ করে আটক পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, তার বিরুদ্ধে “সাইবার সুরক্ষা আইনে” মামলা দায়ের পর আদালতে সোপর্দ করা হয়েছে।