নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷
শনিবার সকালে নেত্রকোণার বকুলতলায় জেলা প্রশাসন ও জেলা পরিষদ আয়োজনে তারুণ্যের উৎসব -২০২৫ এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রকাশক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা সাহিত্য সমাজের সভাপতি মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তরের নেত্রকোণা জেলা প্রতিনিধি, দৈনিক বাংলার নেত্রের সম্পাদক ও প্রকাশক কামাল হোসাইন, সুফি কবি এনামুল হক পলাশ।