মুহা. জহিরুল ইসলাম অসীমঃ
“মাদক মুক্ত তারুণ্য চাই” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সভা-২০২৫।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার (২৮ মে) সকাল ১১টায় নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এর সভাপতিত্বে ও প্রসিকিউটর মোঃ নাজিম উদ্দিন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সেক্রেটারী এম. কিবরিয়া চৌধুরী হেলিম, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চঃ দাঃ) নাজমা বেগম প্রমূখ।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর কুপ্রভাব তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক, প্রশাসন ও সমাজের সকলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।